
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে রাজধানী সিউলের একটি পাহাড়ি এলাকায় তার ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ইউন ওই বাসভবনে বসবাস করছিলেন। বাড়িটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল এবং সশস্ত্র নিরাপত্তা বাহিনী তার নিরাপত্তায় মোতায়েন ছিল।
মঙ্গলবার রাতে প্রায় ৩০০ পুলিশ সদস্য এবং দুর্নীতি দমন সংস্থার তদন্তকারীদের একটি দল তার বাসভবনের চারপাশ ঘিরে ফেলে। এরপর বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করে মূল শহরের দিকে নিয়ে যাওয়া হয়।
ইউনের আইনজীবীরা এই গ্রেপ্তারকে অবৈধ আখ্যা দিয়ে অভিযোগ করেছেন, তাকে জনসমক্ষে হেয় করার উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা বলেন, এই গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার আইনের চরম অপব্যবহার এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে, স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তারি অভিযানের খবর প্রকাশের পর মঙ্গলবার রাতেই ইউন সুক ইয়োলের সমর্থকরা তার বাসভবনের সামনে জড়ো হতে থাকেন। ভোরে তাকে গ্রেপ্তারের সময় পুলিশ ও সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হলেও বড় ধরনের সংঘাত এড়ানো গেছে।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ইউন সুক ইয়োল প্রথম প্রেসিডেন্ট, যিনি অভিশংসন এবং গ্রেপ্তারের সম্মুখীন হলেন। এই ঘটনাটি দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।