১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডে যাচ্ছেন ড. ইউনূস

শেয়ার করুন

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডের দাভোস যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এটি নতুন বছরের শুরুতে তার প্রথম বিদেশ সফর। সম্মেলনটি ২১ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ড. ইউনূস আগামী ২০ জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। চার দিনের এই সফরে তিনি ডব্লিউইএফ-এর বিভিন্ন আলোচনায় অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক নেতা, সংস্থার প্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ড. ইউনূস সর্বশেষ গত ডিসেম্বরে মিশরে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে যোগ দিয়েছিলেন। তার সাম্প্রতিক বিদেশ সফরগুলো মূলত বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণ কেন্দ্রিক। তবে এখন পর্যন্ত তিনি কোনো দ্বিপক্ষীয় সফরে অংশগ্রহণ করেননি।

ডব্লিউইএফ সম্মেলনে ড. ইউনূসের এই সফর বিশ্বব্যাপী অর্থনৈতিক সহযোগিতা এবং উদ্যোক্তা উন্নয়নে নতুন সুযোগ তৈরি করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

শেয়ার করুন