১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস

শেয়ার করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন, যা বিচারিক আদালত ও হাইকোর্টের পূর্ববর্তী রায় বাতিল করে।

২০০৭ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে রমনা থানায় এ মামলা দায়ের করে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং অন্যান্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করেন।

আজকের রায়ে আপিল বিভাগ খালেদা জিয়া, তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন। এই রায়ের ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় আর কোনো সাজা থাকল না।

বিএনপি নেতারা এই রায়কে ন্যায়বিচারের বিজয় হিসেবে উল্লেখ করেছেন এবং খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলোর অবসান দাবি করেছেন। অন্যদিকে, দুদক এই রায়ের পর তাদের পরবর্তী আইনি পদক্ষেপ বিবেচনা করছে।

 

শেয়ার করুন