
স্টিভ জবসের নিজ হাতে লেখা কুম্ভ মেলা সংক্রান্ত চিঠি নিলামে
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস ১৯৭৪ সালে তার ছোটবেলার বন্ধু টিম ব্রাউনকে কুম্ভ মেলায় যাওয়ার ইচ্ছা জানিয়ে একটি চিঠি লিখেছিলেন। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক নিলাম সংস্থা বোনহ্যামস এই চিঠিটি নিলামে তুলেছে। চিঠিটির ন্যূনতম দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩১২ রুপি (প্রায় ৬ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা)।
স্টিভ জবস চিঠিটি লিখেছিলেন তার ১৯তম জন্মদিনের ঠিক আগের দিন। চিঠির এক অংশে তিনি লিখেছেন, “আমি কুম্ভ মেলা দেখতে ভারতে যেতে চাই। আগামী এপ্রিল থেকে মেলা শুরু হবে। আমি মার্চ মাসেই কোনো এক দিন রওনা দেবো, তবে কবে যাব তা এখনও নিশ্চিত করিনি।”
ভারতে জবসের অভিজ্ঞতা
পরিবারের সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে কুম্ভ মেলা উপলক্ষে জবস ভারতে আসেন। মেলা শেষে তিনি উত্তরাখণ্ডে নিম করোলি বাবার আশ্রমে যান। তবে সেখানে গিয়ে জানতে পারেন, নিম করোলি বাবা আগের বছরই মারা গেছেন। এরপর তিনি নৈনিতালের কাইঞ্চি ধামের আরেকটি আশ্রমে যান এবং সেখানে প্রায় সাত মাস কাটান।
দেশে ফিরে তিনি নিজের ডায়রিতে লেখেন, “বাড়ি আসার পর মা-বাবা প্রথমে আমাকে চিনতে পারেনি। আমার মাথা কামানো ছিল, গায়ে ছিল ভারতীয় সুতি কাপড়ের আলখাল্লা, আর ত্বকের রং রোদে পুড়ে চকলেটের মতো হয়ে গিয়েছিল।”
কুম্ভ মেলার ঐতিহ্য
ভারতে প্রতি ১২ বছর পরপর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। দেশ-বিদেশ থেকে লক্ষাধিক তীর্থযাত্রী এই মেলায় অংশ নেন। ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া কুম্ভ মেলা ছয় সপ্তাহ ধরে চলবে।
স্টিভ জবস ও সনাতন ধর্ম
স্টিভ জবসের আধ্যাত্মিক জীবনের প্রতি আগ্রহের প্রমাণ মেলে তার ভারত সফরে। এমনকি তার স্ত্রী লরেন পাওয়েল জবসও সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং কয়েক বছর আগে স্বামী কৈলাশানন্দ গিরি’র কাছে দীক্ষা নেন। চলতি বছরের কুম্ভ মেলায় যোগ দিতে তিনিও উপস্থিত হয়েছেন।
এই চিঠি জবসের আধ্যাত্মিক জীবনের সূচনা ও তার ভ্রমণের গুরুত্ব তুলে ধরে, যা পরবর্তীতে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলেছিল।


Leave a Reply