
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজারে অবস্থান
টাকা দিয়েও নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে এখনো অর্থ ফেরত পাননি। দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
অবস্থান কর্মসূচি
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে কর্মীরা কারওয়ান বাজারে জড়ো হয়ে অবস্থান নেন। আন্দোলনকারীদের দাবি, গত ৩১ মে মালয়েশিয়া প্রবেশের শেষ সময় থাকলেও রিক্রুটিং এজেন্সি অজানা কারণে তাদের পাঠাতে ব্যর্থ হয়েছে। সরকারের পক্ষ থেকে একাধিকবার অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।
কর্মীদের দাবি
রাকিবুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, “দুই বছর ধরে টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি। এখন আমরা আর যেতে চাই না, আমাদের টাকা ফেরত চাই। সিন্ডিকেটের ১০০ এজেন্সির লাইসেন্স বাতিল করে মালিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং বিদেশে পলাতক মালিকদের পাচার করা টাকা বাজেয়াপ্ত করে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে।”
আন্দোলনরত কর্মীদের অন্য দাবিগুলো হলো:
1. কর্মীদের সমস্যার সমাধান না করে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ রাখা।
2. রিক্রুটিং এজেন্সির সাথে সংশ্লিষ্ট দালাল, সাব এজেন্ট ও ট্রাভেল এজেন্টদের অবিলম্বে গ্রেফতার।
3. মন্ত্রণালয় ও


Leave a Reply