
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) সকালে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি পোস্টে এ ঘোষণা দেন।
পোস্টে তিনি লিখেছেন, “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি আর নেই। ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য এর গঠনতন্ত্র, কাঠামো এবং কার্যপ্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করবে একটি ‘এক্সিকিউটিভ কমিটি,’ যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)। বর্তমানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।”
তিনি আরও জানান, ফাউন্ডেশনের নীতিনির্ধারণী কাজ পরিচালনা করবে ‘গভর্নিং বডি,’ যেখানে মাননীয় প্রধান উপদেষ্টাসহ স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার এবং আইসিটি খাতের চারজন উপদেষ্টা রয়েছেন।
সারজিস আলম তার দায়িত্বকাল সম্পর্কে জানান, ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে ১ অক্টোবর এবং অফিস কার্যক্রম শুরু হয় ১৫ অক্টোবর। তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন ২১ অক্টোবর এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি তিনি তার সাইনিং অথোরিটি হস্তান্তর করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শেষ করেন।
তার সময়ে ফাউন্ডেশন ৮২৬টি ভ্যারিফায়েড শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে এবং ১১ হাজার আহতের মধ্যে প্রায় ২ হাজার জনকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে।
তিনি লেখেন, “আমি যতদিন পর্যন্ত আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি, ততদিন দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে, প্রয়োজনীয় সময় দেওয়া আর সম্ভব নয়, তখন দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি। নিজের সীমাবদ্ধতা স্বীকার করা দুর্বলতা নয়; বরং এটি সাহসিকতা। আমি চেষ্টা করেছি আমার দায়িত্বের প্রতি সৎ থাকতে।”


Leave a Reply