১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জয়শঙ্করের

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে ভারত। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজেই তথ্য দিয়েছেন জয়শঙ্কর। তবে বাংলাদেশের বিষয়ে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, “বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।” তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

অন্যদিকে, ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবং মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সময়ও বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়।

এদিকে, ভারত ও যুক্তরাষ্ট্র আগামী মাসে (ফেব্রুয়ারি) ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজনের পরিকল্পনা করছে। চীনকে মোকাবিলার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং দক্ষ কর্মীদের জন্য ভিসা সুবিধা নিশ্চিত করা ভারতীয় কৌশলের মূল বিষয় হিসেবে থাকছে।

এছাড়া, মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের কারণে নয়াদিল্লির উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর উচ্চ শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন, যা ভারতীয় বাণিজ্যের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

এরই মধ্যে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রায় ১৮ হাজার ভারতীয়কে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত। এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের প্রতি ইতিবাচক বার্তা দিতে চায় দিল্লি, যাতে কোনো বাণিজ্যিক বিধি-নিষেধ আরোপ করা না হয়।

শেয়ার করুন