আ.লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, প্রয়োজনে আবার রক্ত দেবো: আখতার হোসেন

দিল্লির সঙ্গে যাদের সম্পর্ক তারাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আনার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। বাংলাদেশে আওয়ামী লীগকে জনগণ আর রাজনীতিতে ফিরতে দেবে না বলেও উল্লেখ করেন তিনি।

আখতার হোসেন বৃহস্পতিবার দুপুরে রংপুরের কাউনিয়া বাজারে গণসংযোগকালে এক পথসভায় এসব কথা বলেন। এর আগে তিনি কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার দুঃস্থ নারী ও পুরুষের হাতে উষ্ণতার বস্ত্র বিতরণ করেন।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার বলেন, ‘আগামী নির্বাচনে কেউ কেউ আওয়ামী লীগকে আনার চেষ্টা করছে। যাদের দিল্লির সঙ্গে সম্পর্ক আছে তারাই এটা করছে। দিল্লির মদদেই তারা এসব বলছে। বাংলাদেশে আওয়ামী লীগকে জনগণ আর রাজনীতিতে ফিরতে দেবে না।’

আখতার হোসেন আরও বলেন, ‘২৪ এর জুলাই পরবর্তী নির্বাচন হবে গণ–পরিষদ নির্বাচন। এরমাধ্যমে নতুন সংবিধান সংশোধন হবে।’

জাতীয় নাগরিক কমিটির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা হয়েছে। তাদের যারা নির্বাচনে নিয়ে আসার পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ সর্বশক্তি নিয়োগ করবে।’

পথসভায় উপস্থিত ছিলেন রংপুরের সংগঠক আলমগীর নয়ন, এম আলমগীর কবির, ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, এম আই সুমন, খন্দকার ময়নুল হক মীম, রিফাত হাসান ও জাতীয় নাগরিক কমিটির বিভাগীয় ও স্থানীয় সংগঠকেরা।

শেয়ার করুন

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *