১১০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ১১০ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে, এবং বিনিময়ে হামাস গাজা উপত্যকায় আটক ৩ জন ইসরায়েলি ও ৫ জন থাই নাগরিককে মুক্তি দেবে। আজ বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হচ্ছে।

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে মুক্তির অপেক্ষায় থাকা তিন ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছেন। তারা হলেন আরবেল ইয়েহুদ, আগাম বার্গার এবং গ্যাডি মোশে মোজেস।

বিবৃতিতে বলা হয়েছে, এই তিন ইসরায়েলির বিনিময়ে ১১০ জন ফিলিস্তিনি কারাবন্দি মুক্তি পাচ্ছে। তাদের মধ্যে ৩২ জন যাবজ্জীবন, ৪৮ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড এবং ৩০ জন অপ্রাপ্তবয়স্ক কারাবন্দি রয়েছেন।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে দেশটির আর্মি রেডিও একই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, মুক্তির জন্য পাঠানো ইসরায়েলি জিম্মিদের নামও প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছে।

২০২৩ সালে হামাসের হামলার পর থেকে গাজার পরিস্থিতি অত্যন্ত সংঘাতপূর্ণ হয়ে উঠেছিল। হামাসের এই হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। পাল্টা আক্রমণে ৪৭ হাজার ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১১ হাজারের বেশি আহত হন।

টানা ১৫ মাসের সংঘাতের পর, আন্তর্জাতিক চাপের ফলে জানুয়ারির মাঝামাঝি সময়ে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তে, আগামী ৬ সপ্তাহে হামাস তার হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে এবং বিনিময়ে ইসরায়েল ১,৭০০ থেকে ২,০০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেবে।

১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির পর থেকে হামাস ৭ জন জিম্মিকে মুক্তি দিয়েছে, এবং ইসরায়েল ২৯০ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে।

 

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *