১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

শেয়ার করুন

ঘন কুয়াশার কারণে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া নৌরুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে। এর ফলে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী এবং যানবাহন দুর্ভোগে পড়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার পর থেকে কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটতে থাকে। রাত ১২টার দিকে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশার তীব্রতা কমলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।

 

শেয়ার করুন