বাংলাদেশ-ভারত সীমান্তকে অপরাধমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সীমান্তকে অপরাধমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। এ বিষয়ে উভয় দেশের সরকারের মধ্যে যেসব চুক্তি ও মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, সেগুলোর বাস্তবায়ন প্রত্যাশা করছে নয়াদিল্লি।

শুক্রবার (৩০ জানুয়ারি) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু সমাধানে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং বিএসএফ।

জয়সওয়াল ব্রিফিংয়ে বলেন, “আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লিতে দুই বাহিনীর ডিজি পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। আমরা আশা করি, বাংলাদেশ সঙ্গে আমাদের যেসব চুক্তি এবং এমওইউ স্বাক্ষরিত হয়েছে, সেগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা হবে। এই চুক্তি ও এমওইউগুলোর মূল উদ্দেশ্য ছিল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত ঐক্য স্থাপন করা, যা সীমান্ত নিরাপত্তা এবং বৈধ বাণিজ্য— উভয়কে সমৃদ্ধ করবে।”

 

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *