১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাকে হারিয়ে প্লে অফে খুলনা, রাজশাহীর বিদায়

শেয়ার করুন

আজকের ম্যাচে খুলনা টাইগার্সের সামনে ছিল প্লে-অফে যাওয়ার শেষ সুযোগ। দলটি চাপ মোকাবেলা করে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। হাসান মাহমুদ বল হাতে ঝড় তুলেছেন, আর মেহেদি হাসান মিরাজ তার অপরাজিত ফিফটিতে খুলনাকে সহজ জয় এনে দিয়েছেন।

৬ উইকেটের এই জয়ের মাধ্যমে খুলনা ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে, যা সমান পয়েন্ট থাকা রাজশাহীর চেয়ে নেট রানরেটের দিক থেকে এগিয়ে ছিল। এভাবে খুলনা পৌঁছে গেছে প্লে-অফে। টাইগার্সদের প্রতিপক্ষ হতে পারে রংপুর রাইডার্স অথবা চিটাগাং কিংস।

মিরপুরে টস জিতে ঢাকা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ তামিম, যিনি ৩৭ বলে ৫৮ রান করেন। খুলনা ১২৪ রানের লক্ষ্য তাড়াতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে। তারা দ্রুত ২ উইকেট হারায়, তবে মিরাজ একাই দলকে এগিয়ে নিয়ে যান।

মিরাজ ৫৫ বলে অপরাজিত ৭৪ রান করেন, এবং ৩৩ বলেই ফিফটির মাইলফলক ছুঁয়েছেন। তার একাধিক চমৎকার শটে খুলনা সহজেই লক্ষ্য অতিক্রম করে।

ঢাকা দলের শুরুটা ভালো ছিল, বিশেষ করে তানজিদ তামিম শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ১ম ওভারে ১৮ রান তোলেন তিনি। তবে একের পর এক উইকেট পড়ায় ঢাকার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। তামিম ছাড়া কেউই বড় স্কোর করতে পারেননি। শেষদিকে সাব্বির রহমান ১৭ বলে ২০ রান করে সম্মানজনক সংগ্রহ এনে দেন।

 

শেয়ার করুন