১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র রমজানে কাবায় তারাবির নামাজ পড়াবেন যে সাত ইমাম

শেয়ার করুন

এ বছর পবিত্র রমজান মাসে কাবা শরীফে তারাবির নামাজ পড়াবেন সাত ইমাম। গতকাল (৩১ জানুয়ারি) দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এই ইমামদের দায়িত্ব প্রদান করে এবং তাদের নাম ঘোষণা করেছে।

তাদের মধ্যে রয়েছেন:
১. শেখ আবদুর রহমান আল সুদাইস
২. শেখ মেহের আল মুয়াইক্লি
৩. শেখ আবদুল্লাহ জুহানি
৪. শেখ বান্দার বেলিল্লাহ
৫. শেখ ইয়াসির দাউসারি
৬. শেখ বদর আল তুরকি
৭. শেখ ওয়ালিদ আল শামসান

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। সৌদিতে গতকাল শাবান মাস শুরু হয়েছে, এবং ২৮ ফেব্রুয়ারি হবে শাবানের ২৯তম দিন। ওইদিন চাঁদ দেখা না গেলে রমজান শুরু হবে ২ মার্চ।

এশার নামাজের পর তারাবির নামাজ পড়া হয়। মুসলমানদের জন্য পবিত্র স্থান কাবা এবং মদিনা মসজিদে নববীতে এই নামাজে অংশ নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হন। সৌদি আরবের টেলিভিশন চ্যানেলগুলোও সার্বক্ষণিকভাবে তারাবির নামাজ সরাসরি সম্প্রচার করে থাকে।

রমজান মাসে অন্যান্য সময়ের তুলনায় সবচেয়ে বেশি মানুষ পবিত্র ওমরাহ পালনে মক্কা এবং মদিনায় আসেন, যার ফলে সৌদি আরবে মুসল্লিদের সংখ্যা লক্ষাধিক হয়ে থাকে।

 

শেয়ার করুন