
সরকারি তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা
সরকারি তিতুমীর কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (২ ফেব্রুয়ারি) পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ড. মাহমুদ বলেন, “এই পরিস্থিতিতে একটি কলেজের শিক্ষার্থীরা সময়সীমা বেঁধে যে আন্দোলন করছে, তা সঠিক নয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কোনো দাবি মেনে নিতে আসিনি, বরং কিছু সংস্কার কাজ করছি। তাই জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা যৌক্তিক নয়।”
তিনি আরও বলেন, “বর্তমানে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে আমি মনে করি, কারণ এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান।”
তিতুমীর কলেজের প্রসঙ্গে তিনি বলেন, “অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায় এবং জনদুর্ভোগ তৈরি হোক, তা তারা চায় না। জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে ভাবা উচিত।”
শিক্ষা উপদেষ্টা আরও জানান, “সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরস্পরকে চায় না। তাই সাত কলেজকে নিয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর জন্য একটি কমিটি কাজ করছে।”