১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

রামগঞ্জে ছাত্রদলের দু’পক্ষের মারামারি, আহত ১২

শেয়ার করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে ওয়ার্ড কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুরের রামগঞ্জে ওয়ার্ড কমিটি বিলুপ্তির জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বিএনপি নেতাসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে ছাত্রদল নেতা আরমান হোসেন রাকিব ও ফাহিম চৌধুরীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের তালিকা

আহতদের মধ্যে রয়েছেন—স্থানীয় বিএনপি নেতা কবির পাটোয়ারী, আহাম্মেদ তফু, অহিদ উল্যা, যুবদল নেতা রাজু পাটোয়ারী, শাহাদাত পাটোয়ারী, সিরাজ মিয়া, ছাত্রদল নেতা শরীফ হোসেন, মিরাজ হোসেন, সিয়াম, ফারুক হোসেন, মো. ফাহিম ও শাকিল। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের কারণ

দলীয় সূত্র জানায়, ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব ও সদস্য ফাহিম চৌধুরীর মধ্যে ওয়ার্ড কমিটি বিলুপ্তির ঘটনায় বিরোধ শুরু হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে।

সোমবার ফাহিম ইউনিয়ন পরিষদে এলে রাকিবের অনুসারীরা তাকে মারধর করে। এর জেরে ছাত্রদলের একাংশ বিকেলে প্রতিবাদ সভার আয়োজন করে, যেখানে রাকিবের পদত্যাগের দাবি ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে।

প্রতিক্রিয়া

ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব বলেন, “১, ২ ও ৬ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত করায় একটি পক্ষ আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। এখন আবার ফাহিম মিথ্যা অভিযোগ তুলছে।”

ভোলাকোট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মুকসুদি বলেন, “ছাত্রদলের একাংশ প্রতিবাদ সভা করেছে। আমরা সেখানে উপস্থিত ছিলাম। পরে চলে আসার পর সংঘর্ষের ঘটনা ঘটে।”

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, “সংঘর্ষের বিষয়ে কেউ আমাকে জানায়নি। বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

 

শেয়ার করুন