১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

শেয়ার করুন

২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই ধরনের পরোয়ানা জারি করা হয়।

এর প্রতিক্রিয়ায়, ২০২৫ সালের জানুয়ারিতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ‘ইললেজিটিমেট কোর্ট কাউন্টার অ্যাকশন অ্যাক্ট’ নামে একটি প্রস্তাব পাস হয়, যার আওতায় আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুযোগ রয়েছে। তবে, এই প্রস্তাবটি সিনেটে অনুমোদিত হয়নি।

এছাড়া, ২০২৫ সালের জানুয়ারিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কেউই আইসিসির সদস্য নয়।

 

শেয়ার করুন