
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসরের ফাইনালে ফরচুন বরিশাল মুখোমুখি হচ্ছে চিটাগাং কিংসের। ম্যাচটি আজ শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে।
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, যিনি নিজে চট্টগ্রামের বাসিন্দা, মনে করেন চট্টগ্রামের সমর্থকদের চিটাগাং কিংসকেই সমর্থন করা উচিত। তবে তিনি আশা করেন, তার ব্যাটিংয়ের সময় তারা তাকে উৎসাহিত করবেন।
তামিম বরিশালের সমর্থন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বরিশালের সমর্থকরা সবসময় তাদের পাশে ছিলেন, যা তাদের জন্য সৌভাগ্যের বিষয়। তিনি আশা করেন, ফাইনালে ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারবেন।
চ্যাম্পিয়ন হলে, তামিম ও তার দল লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশালে যাওয়ার পরিকল্পনা করেছেন। গত বছরও এই পরিকল্পনা ছিল, তবে বাস্তবায়িত হয়নি। এবার তারা এই ইচ্ছা পূরণে আশাবাদী।
ম্যাচের দিন, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ঢাকার আবহাওয়া আবছা রোদযুক্ত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ২৭°C এবং সর্বনিম্ন ১৫°C থাকার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, বিপিএল ২০২৫-এর ১১তম আসর শুরু হয়েছিল ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে, এবং ফাইনাল ম্যাচের মাধ্যমে আজ টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।