১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২-এ পাওয়া হাড়গোড় মানুষের না অন্য প্রাণীর জানতে অপেক্ষা

শেয়ার করুন

 

ধানমন্ডি ৩২ নম্বরে হাড়গোড়ের সন্ধান, তদন্ত করছে সিআইডি

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির এলাকা থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর সিআইডির ক্রাইম সিন দল আলামত সংগ্রহ করে।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “৩২ নম্বর এলাকায় কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করে নিয়ে গেছে এবং ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করবে।”

সিআইডির মুখপাত্র, বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, “সোমবার সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিন ইউনিট পৌঁছায়। এটি অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহে দক্ষ একটি দল। তারা সেখানে আলামত সংগ্রহ করছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”

এর আগে, গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে কোনো গোপন বন্দিশালা আছে কি না, তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে, তবে সেখানে কিছু পাওয়া যায়নি।

 

 

শেয়ার করুন