
একটি পলাতক রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, সরকার ধ্বংসস্তূপের মতো অবস্থা থেকে দেশের অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে এসেছে।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের অর্জন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের ইতিবাচক গ্রহণযোগ্যতার বিষয়টিও তুলে ধরেন। তার মতে, সরকার দেশে-বিদেশে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রধান উপদেষ্টা সাম্প্রতিক বেশ কিছু ইস্যুতে কথা বলেন, যার মধ্যে রয়েছে—দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বৈরাচার পতনের সময়কার রাজনৈতিক ঐক্যের বর্তমান অবস্থা, সেনাবাহিনীর ভূমিকা, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং আগামী নির্বাচনের প্রেক্ষাপট।
প্রধান উপদেষ্টা জানান, কাঙ্ক্ষিত সংস্কারের কাজ এখনও শুরু হয়নি। বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছে, যারা রিপোর্ট প্রকাশ করবে। এ প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও শিগগিরই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি উল্লেখ করে ড. ইউনূস বলেন, অপরাধের হার বাড়েনি, তবে পুলিশ বাহিনী পুরোপুরি কার্যক্রমে ফিরতে কিছুটা সময় নিয়েছে। প্রতিটি থানায় জনসাধারণের জন্য সহজ সেবাপ্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে এবং অনলাইন সেবার প্রসার ঘটে হয়রানি কমিয়ে এনেছে।
স্বৈরাচার পতনের পর সর্বস্তরের মানুষের মধ্যে যে ঐক্য দেখা গিয়েছিল, তা এখনও বিদ্যমান বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কেউ আমাকে অসমর্থন করছে, এমন তথ্য আমি পাইনি।”
সেনাবাহিনীর সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, তারা এখনও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছে। পাশাপাশি, ঢাকা-দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো অবনতি হয়নি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।