
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত করা হয়েছে। সোমবার (৩ মার্চ) ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে এক স্ট্যাটাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।
তিনি লেখেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক এবং মুক্তচিন্তার সাহসী কণ্ঠস্বর আবরার ফাহাদ। তার আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। তার আদর্শ আমাদের সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায় এবং ন্যায়বিচারের প্রতি প্রত্যয়ী করে তোলে। জাতি তাকে চিরকাল মনে রাখবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যান। এ ঘটনার বিচারে ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন।


Leave a Reply