ইবিতে প্রশাসনিক পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ

সংগীত কুমার, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক পদে দলীয় প্রভাব মুক্ত করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৩ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এসময় শিক্ষার্থীরা— “আওয়ামী লীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”, “ধর ধর দালাল ধর, ধইরা ধইরা সাইজ কর”, “আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “আমাদের সংগ্রাম, চলছেই চলবে”— ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, তানভির মণ্ডল, গোলাম রাব্বানী, শেখ সাজ্জাত, ইসমাইল রাহাত, সায়েম আহমেদ-সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে দলীয় নিয়োগের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার দাবি জানান। তারা বলেন, “বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, কোনো দলীয় এজেন্ডা বা গোষ্ঠীগত স্বার্থ যেন এখানে স্থান না পায়।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, “আমরা দেখতে পাচ্ছি, এখনো বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে রয়েছে। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং যারা অতীতে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, “গণঅভ্যুত্থানের পর থেকে প্রশাসনকে আমরা সবসময় সহযোগিতা করেছি, কিন্তু এখনো কিছু গুরুত্বপূর্ণ পদ ফ্যাসিস্টদের দখলে। আমরা চাই, দ্রুত এসব অপসারণ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। যদি তা বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট ও বিধিসম্মত হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শিক্ষার্থীরা দ্রুত প্রশাসনিক পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, দলীয় প্রভাবমুক্ত প্রশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *