
জনপ্রিয় পরিচালক রায়হান রাফী তাঁর প্রতিটি সিনেমা ও ওয়েব ফিল্ম দিয়েই আলোচনায় থাকেন। বিশেষ করে ‘তুফান’-এর সাফল্যের পর আবারও তিনি দর্শকদের মধ্যে বেশ চর্চিত। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’, যা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এই ওয়েব ফিল্মেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা তমা মির্জা, যিনি রাফীর অনেক কাজেই অংশ নিয়েছেন।
তবে শুধু কাজের সম্পর্কই নয়, তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বহুদিন ধরে গুঞ্জন চলছে। প্রেমের সম্পর্কের গুঞ্জন বারবার সামনে এলেও দুজনেই আগের মতোই শুধুমাত্র বন্ধু বলে দাবি করেছিলেন। কিন্তু গতকাল, রাফীর জন্মদিনে তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
৩ মার্চ রাতে নিজের মা ও তমা মির্জাকে নিয়ে কেক কাটেন রাফী। পরে রাতে তমা তাঁর ঘনিষ্ঠজনদের নিয়ে রাফীর জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন মেহজাবীন, আদনান আল রাজীব, তানজিয়া মিথিলা, সাদিয়া আয়মানসহ বিনোদন জগতের অনেক পরিচিত মুখ।
রাফী তাঁর জন্মদিনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “এখন পর্যন্ত আমার জীবনের সেরা জন্মদিন। ধন্যবাদ তমা এবং আমার পরিবার।” অন্যদিকে, একই ছবি শেয়ার করে তমা লিখেছেন, “মনে রাখার মতো একটি রাত।”
এমনকি রাফীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তেও তমাকে পাশে দেখা গেছে। তাঁর বাবার অসুস্থতা ও মৃত্যুর সময়ও ছায়ার মতো পাশে ছিলেন তমা। ব্যক্তিগত ও পেশাগত অনেক সিদ্ধান্তও তাঁরা একে অপরের সঙ্গে ভাগ করে নেন বলে তাঁদের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
এর আগে ২০২৩ সালে তাঁদের সম্পর্কের অবনতি নিয়ে বেশ আলোচনা হয়। তখন এক সাক্ষাৎকারে রাফী বলেছিলেন, “আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে সম্পর্কটা। আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেটা আসলে নেই।” তবে তমা তখন পাল্টা প্রশ্ন রেখেছিলেন, “ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে?”
এ নিয়ে তখন আলোচনা চললেও, পরে তাঁদের আবারও একসঙ্গে দেখা যেতে থাকে। রাফীর নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’-তেও তমার উপস্থিতি এই গুঞ্জন আরও জোরালো করেছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে মেহজাবীন-আদনানের বিয়েতেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। তমার ক্যারিয়ারেও নতুন মাত্রা যোগ হয়েছে, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘দাগি’, যেখানে আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তিনি।
তবে রাফী-তমার সম্পর্ক সত্যিই প্রেমের দিকে এগোচ্ছে নাকি শুধুই বন্ধুত্ব, সেটি জানতে হলে আরও অপেক্ষা করতে হবে।


Leave a Reply