যবিপ্রবি উপাচার্যের সাথে রাবিপ্রবি উপাচার্যের মতবিনিময়

রাবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের সাথে মতবিনিময় করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। এসময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ২:৩০ ঘটিকায় রাবিপ্রবির মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, প্রকল্প পরিচালক(ভারপ্রাপ্ত),প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ,হলের প্রভোস্টবৃন্দ ও বিভিন্ন দপ্তরের দপ্তর-প্রধানগণ উপস্থিত ছিলেন।

এসময় যবিপ্রবি’র উপাচার্যের আগমন ও পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা বলে উল্লেখ করে রাবিপ্রবি উপাচার্য বলেন, “এই পরিদর্শনের মূল লক্ষ্য হচ্ছে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করা, যা উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে।”

ইতোমধ্যে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, যা শীঘ্রই ফলপ্রসূ রূপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। এর আওতায় সাংস্কৃতিক-শিক্ষা ও ল্যাব-প্রযুক্তিগত বিষয়াদি গুরুত্ব পাবে।

এরপর যবিপ্রবি’র উপাচার্যকে রাবিপ্রবি’র উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান। রাবিপ্রবি’র মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখে তিনি মুগ্ধ হন এবং রাবিপ্রবি’র উপাচার্য কর্তৃক সম্প্রতি গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন ও প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হন। একই সাথে তিনি উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে যবিপ্রবি উপাচার্য বলেন,রাবিপ্রবি শিক্ষার্থীরা চাইলে গবেষণার জন্য যবিপ্রবিতে গিয়ে আমাদের ল্যাব ব্যবহার করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশীপ চালু করার ব্যাপারে আমরা ভাবছি।

যবিপ্রবি’র উপাচার্য মহোদয়ের এই পরিদর্শন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার এক অনন্য ধারা সূচনা করল বলে মন্তব্য করেন রাবিপ্রবি উপাচার্য। এটি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন বাংলাদেশের উন্নতির জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আয়নুল/রাবিপ্রবি/CNI

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *