ইবিতে বুননের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার আয়োজন

সংগীত কুমার, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘বুনন’-এর উদ্যোগে ক্যাম্পাস পার্শ্ববর্তী পদমদী প্রতিবন্ধী এতিমখানায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) এই আয়োজন অনুষ্ঠিত হয়।

ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন বুননের ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. নাহিদুর রহমান, সহ-সভাপতি জেবুন্নাহার জেবু, ২০২৪-২৫ কমিটির সভাপতি সাজিয়া তাসনিম আপন, সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্সসহ সংগঠনের সাধারণ সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বুননের বর্তমান সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স। তিনি বলেন, “বুনন সবসময় সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আজ শিশুদের সঙ্গে সময় কাটিয়ে যেন শৈশবে ফিরে গিয়েছি। দোয়া করবেন, যেন প্রতিবছর এভাবে তাদের পাশে থাকতে পারি।”

বুননের ২০২৩-২৪ কমিটির সভাপতি মো. নাহিদুর রহমান বলেন, “২০২০ সালে বুননের সাধারণ সদস্য হিসেবে প্রথমবার এই শিশুদের সঙ্গে ইফতার করেছি। পাঁচ বছর পর আবারও তাদের সঙ্গে ইফতার করতে পেরে আনন্দিত। ইনশাআল্লাহ, এভাবেই ভবিষ্যতেও বুনন সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করে যাবে।”

বুননের বর্তমান সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, “বুনন শুধু একটি সংগঠন নয়, এটি মানবসেবার একটি প্ল্যাটফর্ম। আমরা চেষ্টা করবো আগামীতেও সুবিধাবঞ্চিতদের পাশে থাকতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *