১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বড় শক্তি পরিবারের ইতিবাচক মনোভাব

শেয়ার করুন
Doctor or nurse is holding the Cancer vaccine and syringe with her blue glove.

দুরারোগ্য অসুস্থতায় রোগীর সবচেয়ে বড় শক্তি তাঁর মানসিক শক্তি। নিজেকে কর্মব্যস্ত রাখার চেষ্টা থেকে এ শক্তি আসে। সেটি সম্ভব হয় তাঁর পরিবার ও আত্মীয়দের ইতিবাচক মনোভাব থেকে। প্রত্যেক মানুষেরই সমাজের প্রতি দায় থেকে সেবামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিত।

 

সেপ্টেম্বর প্রোস্টেট ক্যানসার সচেতনতার মাস উপলক্ষে আজ শনিবার বিকেলে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সেন্টার ফর ক্যানসার কেয়ার ফাউন্ডেশন ‘রবিপথ’ থেকে জীবনপথ: প্রোস্টেট ক্যানসার জয়ের গল্প শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ক্যানসারে আক্রান্ত নাট্যাভিনেতা আবুল হায়াত বলেন, ‘ব্যস্ত জীবনে চিকিৎসকের কাছে যাওয়া এবং নিজের সমস্যার কথা বলা নিয়ে অনেক সংশয় থাকে। আমারও ছিল। এটা ঠিক নয়।’ তিনি বলেন, ক্যানসারে আক্রান্ত রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন ইতিবাচক মনোভাব ধরে রাখা। নেতিবাচক ভাবনা থেকে নিজেদের সরিয়ে রাখা।

শেয়ার করুন