১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ময়লার ভাগাড়ে ৫ বস্তা এনআইডি, ডিসিকে যে নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন

নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে পাচঁ বস্তা ভর্তি এনআইডি কার্ড পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় তা জানাতে জেলা প্রশাসককে  নিদের্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার,২২ সেপ্টেম্বর বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।

রোববার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র, বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিলমোহর উদ্ধার করেছে পুলিশ।

জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন বলেছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে ব্যবস্থা নিবেন। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন