কুবিতে ছাত্র সংসদের পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি 

কুবি প্রতিনিধি : রকি উল হাসান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়  কেন্দ্রীয় ছাত্রসংসদের পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’র ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার,২৩ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে প্রায় এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এসময় তারা ‘দাবি মোদের একটাই কুকসুর রোডম্যাপ চাই  ‘কুকসু মোদের অধিকার রুখে সাধ্য কার’, ‘নো মোর ন্যাপ উই ওয়ান্ট রোডম্যাপ’ ইত্যাদি বলে স্লোগান দেন তারা।

পুর্নাঙ্গ রোডম্যাপের দাবি জানিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফ ভুঁইয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন নিয়ে আন্দোলন করছি, কিন্তু তা ফলপ্রসু হচ্ছে না। এই নিয়ে প্রশাসন প্রতিনিয়ত কালক্ষেপণ করে যাচ্ছে। তাই আমরা আজকের অবস্থান কর্মসূচির মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ  নির্বাচনকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইনে এখতিয়ার-ভুক্ত করে আগামী সিন্ডিকেট সভার মাধ্যমে দ্রুত কুকসু নির্বাচনের রোডম্যাপ দিত হবে এবং আগামী একমাসের মধ্যে কুকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।’

একই বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব হোসাইন বলেন, ‘শিক্ষার্থীদের একটা কন্ঠস্বর প্রয়োজন। শিক্ষার্থীদের দাবিদাওয়া ও সকল অধিকার নিয়ে কথা বলার জন্য একটা প্লাটফর্ম প্রয়োজন। বিগত দিনে কোনো সরকারই কখনো চায় নাই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা হোক, তারা চায় নাই শিক্ষার্থীরা তাদের মেন্ডেট নিয়ে কথা বলুক। সবাই চেয়েছে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে।’

তিনি আরও বলেন, ‘আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা তা শিক্ষা প্রতিষ্ঠান থেকে চালু হওয়া উচিত কিন্তু আমরা এটা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এটা চালু করা সম্ভব। কুকসু নির্বাচন নিয়ে এসব তালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে কুকসু রোডম্যাপ দিতে হবে। রোডম্যাপ নিয়ে তাদের কি আকাঙ্খা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা চাই নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কুকসু নির্বাচন অনুষ্ঠিত হোক।’

শেয়ার করুন

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *