মোবাইল-ল্যাপটপ দ্রুত চার্জের কৌশল টিডিসি রিপোর্ট

-প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে গত এক দশকে ফোন-ল্যাপটপ চার্জিংয়ের সময় কমে এসেছে। নতুন নতুন মডেলে ব্যাটারির ক্ষমতা বৃদ্ধিসহ দ্রুত চার্জিংয়ের সুবিধাও নিয়ে আসা হয়েছে। তবে দিনের বেশিরভাগ সময় ফোন-ল্যাপটপ ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে বার বার চার্জ দেওয়ার বিষয়টি বিরক্তিকর হয়ে দাঁড়ায়। ফোন-ল্যাপটপকে আরও দ্রুত চার্জ দিতে কিছু উপায় অবলম্বন করা যায়।

জেনে নিন সহজে চার্জ দেওয়ার কৌশল—

ফোনে দ্রুত চার্জ দিতে চাইলে

ফোনে চার্জে দিয়ে ব্যবহারের অভ্যাস খুব খারাপ। এটা পরিহার করুন। চার্জে বসিয়ে ফোনে হাত দেবেন না। সেই সঙ্গেই ব্যাটারি সেভিং মোড এনাবল করে রাখুন।

ফোনের ইন্টারনেট সংযোগ অফ করে দিন। খুব জরুরি কোনও মেল বা মেসেজ আসার থাকলেও একটু সময় অপেক্ষা করুন।

আর একটা চমৎকার উপায় রয়েছে। ফোনকে ফ্লাইট মোডে রেখে দেওয়া। ফল মিলবে দ্রুত।

২০২২ সালে কী কী নতুন ফিচার থাকছে স্মার্টফোন-ল্যাপটপে
এই গরমে মোবাইল-ল্যাপটপ যেভাবে সুরক্ষিত রাখবেন
ল্যাপটপে দ্রুত চার্জ দিতে চাইলে

ল্যাপটপ বন্ধ করে বা স্লিপ মোডে রেখে দিন চার্জ দেওয়ার সময়। সেই সময় ব্যবহার করবেন না। তাহলে কিন্তু চার্জ হতে অনেক সময় লাগবে।

পাওয়ার সেভিং মোড ব্যবহার করুন। এটি স্ক্রিন লাইট, সাউন্ড ভলিউম নিয়ন্ত্রণে রেখে দ্রুত চার্জের সুযোগ করে দেবে।

ওয়াই-ফাই, ব্লুটুথ ও অন্যান্য নেটওয়ার্ক সংযোগ টার্ন অফ করে দিন

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *