কে এগিয়ে – সিংহাম এগেইন নাকি ভুল ভুলাইয়া ৩

-৩ দিনেই ১৫০ কোটি ঘরে তুললো ভুল ভুলাইয়া, কত আয় সিংহামের
দিপাবলি উপলক্ষে একসঙ্গে মুক্তি পেয়েছে বলিউডে নতুন দুই ছবি ‘ভুল ভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম এগেন’। বক্স অফিসে জমে উঠেছে সমানে-সমান টক্কর। প্রথম তিনদিনের লড়াইয়ে বিশ্বব্যাপী আয়ে এগিয়ে রইল অজয় দেবগন নাকি কার্তিক আরিয়ানের ছবি? চলুন জেনে নেওয়া যাক-

মাত্র দুই দিনেই বিশ্বজুড়ে আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’ ১০০ কোটির গণ্ডি টপকে গিয়েছিল। রোববার রাতে সেখানে আরও প্রায় ৫০ কোটি যোগ হলো। সবমিলিয়ে ৩ দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে কার্তিক আরিয়ানের ছবি ১৫৭ কোটি টাকা আয় করেছে।

বক্স অফিসের রিপোর্ট অনুসারে, এই সিনেমা ১২৭ কোটি টাকা আয় করেছে ভারতে। আর ভারতের বাইরে আরও ৩.৬ মিলিয়ন অর্থাৎ ৩০ কোটি টাকা আয় করেছে। ফলে প্রথম উইকেন্ডের শেষে এই ছবিটির আয় গিয়ে দাঁড়িয়েছে ১৫৭ কোটি টাকায়।

অন্যদিকে ২০১১ সালে হিট দিয়েই শুরু হয়েছিল সিংহাম ফ্র্যাঞ্চাইজির পথচলা। এই ছবির তৃতীয় কিস্তি প্রথম তিনদিনের আয়ে ভুল ভুলাইয়াকে ছাড়িয়ে গেছে। এমনকি প্রথম ৩ দিনের বক্স অফিস কালেকশন সিংহাম সিনেমার প্রথম কিস্তির মোট আয়কে পেছনে ফেলেছে।

২০১১ সালে সিংহাম ১৫৭ টাকা আয় করেছিল। আর রোহিত শেট্টির নতুন কপ ইউনিভার্স মাত্র ৩ দিনেই ১৭৬ কোটির গণ্ডি টপকে গেল বিশ্বজুড়ে
ডাইনিদের মতো পা উল্টো করতে পারেন বিদ্যা, দাবি কার্তিকের
ভারতে এই ছবিটি ১৪৬ কোটি টাকা আয় করেছে রোববার পর্যন্ত। আর ভারতের বাইরে আরও ৩.৬ মিলিয়ন বা ৩০ কোটি। ঠিক ভুল ভুলাইয়া ৩ এর মতোই। ফলে এই ছবির মোট বক্স অফিস আয় গিয়ে দাঁড়িয়েছে ১৭৬ কোটি টাকায়।

ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। আগের দুটো ছবিই বক্স অফিসে দারুণভাবে সফল হয়েছিল। এবার পালা তৃতীয় ছবিটির। আনিস বাজমি পরিচালনায় মুখ্য ভূমিকায় আছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি প্রমুখ।

অন্যদিকে সিংহাম এগেন ছবিটির পরিচালনা করছেন রোহিত শেট্টি। তার কপ ইউনিভার্সে রয়েছে একাধিক বলিউড স্টার। অজয় দেবগন থেকে শুরু করে কারিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর প্রমুখ। –

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *