শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

-ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনা। তাই আমাদের সতর্কতার সাথে চলতে হবে— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ নভেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ এসেছে। তবে পতিত স্বৈরাচাররা এখনও নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে। তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
তিনি আরও বলেন, ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়েই বিএনপির জন্ম নিয়েছিল। এই বিপ্লবের মাধ্যমেই জিয়াউর রহমান জাতির সামনে উপস্থিত হয়েছিলেন। এরপর অল্প সময়ের মধ্যেই রাজনীতি ও অর্থনীতির গুনগত পরিবর্তন করেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসেন।-

শেয়ার করুন

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *