১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়

শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের নেতারা তার সঙ্গে কুশল বিনিময় করেন। উল্লেখযোগ্যভাবে, ২০১৮ সালের পর এই প্রথম তিনি কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নিলেন।

ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম। কুশল বিনিময়ের সময় খালেদা জিয়া ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে গর্বিত হওয়ার কথা উল্লেখ করেন এবং তিনটি ছবি শেয়ার করেন। এই ঘটনাটি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে।

 

শেয়ার করুন