১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বসেরা! ৬৫ বাংলাদেশি শিক্ষার্থীর কেমব্রিজে অসাধারণ অর্জন

শেয়ার করুন

কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থী সম্মানিত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে তাদের ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার প্রদান করা হয়।
গত জুনে অনুষ্ঠিত কেমব্রিজ পরীক্ষায় বিশ্বব্যাপী সর্বোচ্চ নম্বর অর্জন করে এই ৬৫ জন শিক্ষার্থী বিশেষ স্বীকৃতি পেয়েছেন। এছাড়াও, মোট ৯৮ জন বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।
ব্রিটিশ কাউন্সিল ও কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে, শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবকদের প্রশংসা করা হয়।
এই অর্জন বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নতির নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন