
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা ‘শেষমেশ’ নাটকে অভিনয়ের জন্য বাংলাদেশ গ্রীনলিফ কালচারাল ফোরাম (বিজিসিএফ) অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন। কাজল আরেফিন অমি পরিচালিত এই নাটকে পারসার অভিনয় সবার মন ছুঁয়েছে।
পারসা নিজে ফেসবুকে এই খুশির খবর শেয়ার করেছেন। তিনি তার পরিচালক কাজল আরেফিন অমিকে এই পুরস্কার উৎসর্গ করেছেন। পারসা লিখেছেন, “পরিশ্রমের ফল পাওয়া যায়, আমার প্রতি বিশ্বাস রাখার জন্য আমি এই পুরস্কারটি আমার পরিচালক কাজল আরেফিন ওম ভাইকে উৎসর্গ করতে চাই।”
‘শেষমেশ’ নাটকটি পারসার কাছে খুবই প্রিয়। তিনি বলেন, “এটি আমার সবচেয়ে প্রিয় নাটক ‘শেষমেশ’। প্রতিটা দৃশ্যের আড়ালে একটা গল্প থাকে, একদিন আপনাদের সবার সঙ্গে তা শেয়ার করবো। ধন্যবাদ আমার টিম বুম ফিল্ম, প্রিয় দর্শক ও ক্লাব ইলেভেন বিনোদনসহ বিজিসিএফকে।”
পারসার এই অর্জন তার ভক্তদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন।