
-সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের আবারও মাথাচাড়া দিয়ে ওঠার প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর পক্ষে ইরান কঠোর অবস্থানে থাকবে।
রবিবার তেহরানে ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
আরাকচি বলেন, ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজ সিরিয়া সফরে যাচ্ছেন তিনি। সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর প্রতি আমাদের কঠোর সমর্থন থাকবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে ইসরাইল ও বিদ্রোহীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা মনে করি গাজা ও লেবাননে ইসরাইল পরাজিত হওয়ার পর শত্রুরা এখন এসব গোষ্ঠীর মাধ্যমে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপত্তাহীন করা অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে চায়।
সিরিয়ার সেনাবাহিনী অতীতের মতোই বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। যুদ্ধক্ষেত্র ও কূটনীতি পরস্পরের পরিপূরক- উল্লেখ করে আরাকচি বলেন, কূটনীতিকরা যুদ্ধক্ষেত্রের শক্তিগুলোর সঙ্গে সমান তালে সামনে এগিয়ে চলেন। পার্সটুডে-