১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী হিসেবে গড়ে তোলা হবে

শেয়ার করুন

খুলনা নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন , বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক , শক্তিশালী ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলা হবে । তিনি বলেন , নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় নৌবাহিনী সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে । গতকাল তিনি খুলনা নেভাল বার্থে দেশি প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ ‘ বানৌজা বিশখালী ‘ কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন । খুলনা শিপইয়ার্ডে এ যুদ্ধহাজাজ নির্মিত হয়েছে । নৌবাহিনীর অন্যান্য যুদ্ধজাহাজের মতো এ জাহাজটি দেশে নদী ও সমুদ্রসীমার চোরাচালান প্রতিরোধে উপকূলীয় এলাকায় টহল প্রদান , অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ , বাণিজ্যিক জাহাজকে জলদস্যুর কবল থেকে নিরাপত্তা , মাদকদ্রব্যসহ নিষিদ্ধ বস্তুর অনুপ্রবেশ রোধকরণ , উদ্ধার অভিযান পরিচালনাসহ অপারেশনাল কর্মকাণ্ডে ভূমিকা রাখবে ।

শেয়ার করুন