১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার দুদকের নতুন চেয়ারম্যান ড. আবদুল মোমেন

শেয়ার করুন

-দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আবদুল মোমেন। আজ (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার নিয়োগ অনুমোদন করেন।

দুদকের নতুন চেয়ারম্যানের সঙ্গে অপর দুই সদস্য হিসেবে যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। শিগগিরই তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

গত ২৯ অক্টোবর দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেন। একই সময়ে দুদকের দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক এবং (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুনও পদত্যাগ করেন। এর ফলে চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য ছিল।

ড. আবদুল মোমেন এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার (৯ ডিসেম্বর) তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগ গ্রহণের পরই দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে দুদকের নতুন নেতৃত্ব কীভাবে এগিয়ে যায়, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ড. আবদুল মোমেনের অভিজ্ঞতা এবং দৃঢ় নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

দুদকের নতুন নেতৃত্বের মাধ্যমে দুর্নীতির বিরোধী কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।-

শেয়ার করুন