১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্ডিগো ফ্লাইটে বোমাতঙ্ক:গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার

শেয়ার করুন

গেল নভেম্বর মাসে, ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমা হুমকির খবরে হইচই সৃষ্টি হয়। নাগপুর থেকে কলকাতাগামী এই ফ্লাইটে বোমা থাকার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি ইন্টেলিজেন্স ব্যুরোর নাগপুর শাখার একজন কর্মকর্তা।

গত ১৪ নভেম্বর, এই ঘটনাটি ঘটে। ফ্লাইটে ১৮৭ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। বোমার খবর পাওয়ার পর, বিমানটিকে তাড়াতাড়ি ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং সকল যাত্রীকে নামিয়ে তল্লাশি চালানো হয়। কিন্তু কোনো বোমা পাওয়া যায়নি। পরে, অনিমেষ মণ্ডল নামে ওই গোয়েন্দা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
অনিমেষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫১(৪) ধারা এবং বেসামরিক বিমান চলাচল আইনের অধীনে মামলা দায়ের করা হয়। তার আইনজীবী দাবি করেন যে, অনিমেষ বিমানে বোমা থাকার সম্ভাবনা নিয়ে তদন্ত করছিলেন এবং তার কাজের অংশ হিসেবেই এই তথ্য দিয়েছিলেন। তিনি প্রশ্ন তুলেছেন যে, কেন পুলিশ প্রথমে তার পরিচয় গোপন রেখেছিল।
তবে রায়পুর পুলিশের সুপারের দাবি, অনিমেষকে গ্রেপ্তারের পরই আইবির সাথে যোগাযোগ করা হয়েছিল। যৌথ জিজ্ঞাসাবাদের পরই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের মতে, অনিমেষ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছেন।
এই ঘটনাটি বেসামরিক বিমান চলাচলে বোমার হুমকি দেওয়ার গুরুতরতা এবং এর ফলে সৃষ্ট বিশৃঙ্খলার একটি উদাহরণ।

শেয়ার করুন