বিরাজনীতিকরণের অভিযোগ: রিজভীর উদ্বেগ

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন যে, দেশে বিরাজনীতিকরণের প্রচেষ্টা চলছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রিজভী বলেন, গতকাল একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা মিথ্যা এবং বিভ্রান্তিকর। তিনি বলেন, পৃথিবীর সব সংস্কারই রাজনীতিবিদদের মাধ্যমে হয়েছে, সংস্কার নিয়ে বাড়াবাড়ি করা এবং রাজনীতিবিদদের দোষারোপ করা ইতিহাস সম্পর্কে অজ্ঞতার পরিচয়।

তিনি আরও বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বর্তমান সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছে। তিনি চট্টগ্রাম দখলের হুমকি সহ দেশের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপি নেতা মনে করেন, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিবেচনা করে কেউ বাংলাদেশকে হুমকি দিতে পারে না।

শেয়ার করুন

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *