১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি শিক্ষার্থীদের ইতালিতে বৃত্তির সুযোগ

শেয়ার করুন

ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় সম্প্রতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ‘ইতালিতে আপনার প্রতিভা বিনিয়োগ করুন’ শীর্ষক স্কলারশিপ প্রোগ্রামের ১০ম ধাপে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। এই উদ্যোগের ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা আসন্ন সেশন থেকে এই বৃত্তি পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ইতালির বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীরা নয় মাসের বৃত্তি সুবিধা পাবেন এবং তাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত একটি ইতালীয় কোম্পানির সঙ্গে তিন মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করার সুযোগ থাকবে। শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ও অ্যাডভান্সড টেকনোলজিস, ইকোনমিক্স ও ম্যানেজমেন্ট, এবং আর্কিটেকচার ও ডিজাইন ক্ষেত্রে বিভিন্ন মাস্টার্স এবং স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে পারবেন।

এই উদ্যোগ বাংলাদেশ ও ইতালির মধ্যকার চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন বলে উল্লেখ করেছে দূতাবাস। তারা আরও জানিয়েছে, এটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি চমৎকার সুযোগ এবং শিক্ষাগত সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি জনগণের মধ্যে সংযোগ আরও দৃঢ় করবে।

 

শেয়ার করুন