১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও মুনাজাত

শেয়ার করুন

সুমাইয়া আক্তার (নোসক প্রতিনিধি) :  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মুনাজাত অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখা

আজ বুধবার (২৬ মার্চ) সকালে নোয়াখালী সরকারি কলেজ জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ সভাপতি মো: ইব্রাহিম, সেক্রেটারি নাজিম মাহমুদ শুভ ও উচ্চ মাধ্যমিক শাখার সভাপতি সালমান মুসাব্বির সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

দোয়া ও মুনাজাত পুর্ব আলোচনায় নেতৃবৃন্দ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সহ ব্রিটিশ বিরোধী আন্দলোন, ৪৭ এর আজাদী, ৯০ এর গণ অভ্যুত্থান এবং ২০২৪ এর ঐতিহাসিক রক্তস্নাত জুলাই বিপ্লবের সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আল্লাহ তায়ালার নিকট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন