১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নোয়াখালী কলেজ ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ

শেয়ার করুন

নোসক প্রতিনিধি : ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখা।

আজ বুধবার (২৬ মার্চ) সকালে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসের শহীদ বেদীতে এই পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন নোসক ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল সহ অন্যান্য আরো নেতাকর্মীরা।

শহীদদের স্মরণে ফুল দিতে গিয়ে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ত্যাগ, সংগ্রাম ও আত্মমর্যাদার এই দিনকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমাদের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা।

শেয়ার করুন