
সানজিদা খানম ঊর্মি, গবি সংবাদদাতা:
ভেটেরিনারি চিকিৎসা শিক্ষায় বাস্তব দক্ষতা অর্জন এবং হাতে-কলমে প্রশিক্ষণকে আরও জোরদার করতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের নবম ব্যাচের ইন্টার্ন শিক্ষার্থীদের মধ্যে সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ মে) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের সম্মানিত ডিন ও ডিন্স কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম খান অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “এই সার্জিক্যাল কিটবক্স প্রদান করার মূল উদ্দেশ্য হলো—শিক্ষার্থীরা যেন একাডেমিক জ্ঞানকে বাস্তব অনুশীলনে রূপ দিতে পারে। এছাড়াও নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করতে পারবে, যা একজন আত্মবিশ্বাসী ও যোগ্য ভেটেরিনারি চিকিৎসক হিসেবে গড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। এবং তিনি আসন্ন বোর্ড ভাইভার জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।”
পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের ত্রি-মাসিক ভাতা প্রদান এবং একাডেমিক কার্যক্রমের সঙ্গে বাস্তবমুখী প্রশিক্ষণের সুষ্ঠু সমন্বয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ব্যবহারিক ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং তাদের জ্ঞান প্রয়োগ ও দক্ষতা উন্নয়নের অগ্রগতি কেমন, সে বিষয়েও আন্তরিকভাবে খোঁজখবর নেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইন্টার্ন ব্যাচের দায়িত্বরত শিক্ষক প্রভাষক ডা. নওশিন আঞ্জুম মৌ এবং প্রভাষক ডা. শাহনাজ পারভীন সহ এনিমেল প্রোডাকশন বিভাগের প্রধান ডা. রুকনুজ্জামান, প্রি-ক্লিনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ডা. সজিবুর রহমান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, আগামী ২৭ মে বোর্ড ভাইভার মাধ্যমে নবম ব্যাচের শিক্ষার্থীরা তাদের ইন্টার্নশিপ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি টানবেন।